উমাইর লুঙ্কর রহমান । মেধাবী, কর্মতৎপর ও চিন্তাশীল এক মুসলিম যুবক। মাত্র ১০ বৎসর বয়সেই কুরআনুল কারীম হিফজ শেষ করে কেন্দ্রীয় পরীক্ষায় মেধাতালিকায় স্থান করে নেন। অতপর উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ মাওলানা আতহার আলী রহ. কর্তৃক প্রতিষ্ঠিত কিশােরগঞ্জস্থ জামিয়া ইমদাদিয়ায় দ্বীনী জ্ঞানার্জনে মনােনিবেশ করেন। মাদরাসা শিক্ষার সর্বোচ্চ কেন্দ্রীয় পরীক্ষায় সর্বোন্নত ফলাফলের অধিকারী হয়ে ইলমী মহলে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। অতপর ইসলামী দাওয়াহ ও আরবী ভাষা সাহিত্যের উপর সর্বোচ্চ যােগ্যতা অর্জন করেন। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাত’স্থ দুবাই নগরীর “জামে আলী খালীফা আলরুমাইছীতে ইমাম ও খতীবের পদে সুনামের সহিত কর্মরত আছেন। লেখালেখির অভ্যাস তার ছাত্র জীবন থেকেই। অনুবাদ ও সম্পাদনা মিলিয়ে একাধিক বই তার বাজারে এসেছে । সরল অনুবাদ ও সাবলিল ভাষান্তরে পাঠকমহলে ইতিমধ্যেই তিনি প্রসিদ্ধি ও সুপরিচিতি লাভ করেছেন।


