Description
বাংলা সাহিত্য এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। একদিকে ধর্মীয় আঁচরমুক্ত কথামালাকে সাহিত্যের চ’ড়ান্ত রূপ বলে জ্ঞান করা হচ্ছে। অপর দিকে ধর্মের আশ্রয়ে যারা কলম সঞ্চালন করছেন, তাদের বেশিরভাগই পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই এগিয়ে যেতে চেষ্টা করছেন। ফলে সাধারণ সাহিত্য নতুন প্রজন্মকে মানবিক গুণাবলি থেকে দূরে ঠেলে দিচ্ছে। আবার বেশিরভাগ ইসলামী সাহিত্য মানুষের হৃদয় স্পর্শ করতে ব্যর্থ হচ্ছে এবং খুব কম সময়ে কালের গর্ভে হারিয়ে যাচ্ছে।
এই পুস্তকে ইসলামী সাহিত্য বিনির্মাণের পূর্ভপ্রস্তুতিমূলক কিচু ধারণা দিতে চেষ্ট করা হয়েছে। আমরা আশা করছি, ইনশা আল্লাহ পুস্তিকাটি নবীন সাহিত্যসেবকদের কিচু উপকার করবে।
![]()
মাওলানা মুহাম্মাদ আবদুল আলীম
Author: মাওলানা মুহাম্মাদ আবদুল আলীমমুহাম্মাদ আবদুল আলীম।। সহজ সরল মেধাবী ও কর্মতৎপর একজন মানুষ। মাদরাসা-শিক্ষার সর্বোচ্চ কেন্দ্রীয় পরীক্ষায় বাের্ডপ্লেস করার মাধ্যমে তাঁর শিক্ষাজীবনের সমাপ্তি। কর্মজীবনে শিক্ষকতার পেশায় তিনি যে প্রতিষ্ঠানে গিয়েছেন, সেখানেই আলোড়ন সৃষ্টি করেছেন। মাঝে দুটি মাদরাসায় প্রায় ৮/৯ বছর অধ্যক্ষের দায়িত্ব পালন করেও সুনাম কুড়িয়েছেন। এত অল্প বয়সেও তিনি এ পর্যন্ত যেসব সামাজিক সংগঠনের সাথে জড়িত হয়েছেন, সবগুলােতে সর্বোচ্চ পদ অলংকৃত করেছেন। তাঁর লেখালেখিতে প্রবেশের বয়স এখনও এক দশক হয়নি; কিন্তু মৌলিক, অনুবাদ এবং সম্পাদনা মিলিয়ে তার অনেকগুলাে বই ইতােমধ্যে বাজারে এসেছে। তার অনুবাদ এত প্রাঞ্জল যে, সেটি তরজমা না কি মৌলিক লেখা- ঠাওর করা যায় না। আর মৌলিক লেখায় তাে এমন রস দিতে পারেন যে, ধর্মীয় শুষ্ক বিয়য়গুলােও তাঁর হাতে রসকদম্ব হয়ে ওঠে। মুহাম্মাদ আবদুল আলীম বর্তমানে ঢাকা গেণ্ডারিয়ার জামালুল কুরআন মাদরাসার মুহাদ্দিস। তাঁর জন্ম ১৫ অগ্রহায়ণ, ১৩৮২ বাংলা সনে। আল্লাহ তাকে কবুল করুন।
Reviews
There are no reviews yet.