বিলাসিতা করবেন না আমল করি জীবন গড়ি সিরিজ ১ (Bilasita Korben Na Amol Kori Jibon Gori Series 1)

৳ 200.00 ৳ 100.00

বিলাসিতা এমন এক ধ্বংসাত্মক রোগ ও দুরারোগ্য ব্যাধি, যা কোনো জাতির মাঝে ছড়িয়ে পড়লে তাদের কর্মস্পৃহা, কর্মদক্ষতা, সঙ্কল্প ও গতিময়তা ধীরে ধীরে নিঃশেষ করে ফেলে; এসব গুণের স্থানে জন্ম দেয় অলসতা, কুড়েমি, দুর্বলতা ও মন্থরতা। জাতির জীবনাচার ও বোধ-বিশ্বাসকে করে তুলে পার্থিব জীবনমুখী; ধ্যান-ধারণা ও চিন্তা-চেতনায় এঁটে দেয় পার্থিব জীবনের মায়া-মোহ ও ভালোবাসা-প্রীতি।
একইভাবে বিলাসিতা কোনো ব্যক্তির মাঝে বাসা বাঁধলে ব্যক্তিকে করে তোলে দুর্বল, অক্ষম ও শক্তিহীন। বিলাসিতা ব্যক্তির দুর্বলতা, অক্ষমতা ও শক্তিহীনতার পরিচয় বহন করে। ব্যক্তিকে চেষ্টা-সাধনা ও পরিশ্রমের পরিবর্তে আরাম-আয়েশ, ভোগ-বিলাস ও কর্মহীনতায় উৎসাহিত করে।
তাই, এ ব্যাধির গুরুতরতা, ভয়াবহতা ও সর্বগ্রাসী অকল্যাণের কথা বিবেচনা করে এ নিয়ে আলোচনা করা এবং এর প্রতিরোধ, প্রতিকার ও সংশোধনের চেষ্টা করা আমাদের সকলের জন্যই একান্ত জরুরি।

74 in stock

Add to Wishlist
Add to Wishlist

Description

বিলাসিতা এমন এক ধ্বংসাত্মক রোগ ও দুরারোগ্য ব্যাধি, যা কোনো জাতির মাঝে ছড়িয়ে পড়লে তাদের কর্মস্পৃহা, কর্মদক্ষতা, সঙ্কল্প ও গতিময়তা ধীরে ধীরে নিঃশেষ করে ফেলে; এসব গুণের স্থানে জন্ম দেয় অলসতা, কুড়েমি, দুর্বলতা ও মন্থরতা। জাতির জীবনাচার ও বোধ-বিশ্বাসকে করে তুলে পার্থিব জীবনমুখী; ধ্যান-ধারণা ও চিন্তা-চেতনায় এঁটে দেয় পার্থিব জীবনের মায়া-মোহ ও ভালোবাসা-প্রীতি।
একইভাবে বিলাসিতা কোনো ব্যক্তির মাঝে বাসা বাঁধলে ব্যক্তিকে করে তোলে দুর্বল, অক্ষম ও শক্তিহীন। বিলাসিতা ব্যক্তির দুর্বলতা, অক্ষমতা ও শক্তিহীনতার পরিচয় বহন করে। ব্যক্তিকে চেষ্টা-সাধনা ও পরিশ্রমের পরিবর্তে আরাম-আয়েশ, ভোগ-বিলাস ও কর্মহীনতায় উৎসাহিত করে।
তাই, এ ব্যাধির গুরুতরতা, ভয়াবহতা ও সর্বগ্রাসী অকল্যাণের কথা বিবেচনা করে এ নিয়ে আলোচনা করা এবং এর প্রতিরোধ, প্রতিকার ও সংশোধনের চেষ্টা করা আমাদের সকলের জন্যই একান্ত জরুরি।

Additional information

Author

শায়খ মুহাম্মাদ সালিহ আল মুনাজ্জিদ

Edition

1st Published.2019

ISBN

987984812128

Language

Bangla

Page Number

96

Translator

মুফতী মুহাম্মাদ মামুনুর রশীদ


মুফতী মুহাম্মাদ মামুনুর রশীদ

Authors: ,


Mufti Muhammad Mamunur Rashid মুফতী মুহাম্মাদ মামুনুর রশীদ । জন্ম ১৯৮৬ সনের ১২ সেপ্টেম্বর । প্রাচীন বাংলার রাজধানী সোনারগাও এর লক্ষ্মীবরদী নামক গ্রামে | লেখা-পড়ার হাতেখড়ি স্থানীয় মাদরাসা ‘ভিটিপাড়া ইসলামিয়া ইবরাহীমিয়া মাদরাসা’য় ৷ প্ৰাথমিক শিক্ষা সম্পন্ন করে চলে আসেন ঢাকায় । বাবা সোহরাব উদ্দীনের ব্যবসাস্থল খিলগাঁও হওয়ার সুবাদে ভর্তি হন জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম, খিলগাঁও’-এ । সেখান থেকেই দাওরায়ে হাদীস শেষ করেন এবং পবিত্র কুরআনের তাফসীর বিষয়ক উচ্চতর ডিগ্রি লাভ করেন । অতঃপর সাভারের দারুত তাখাসসুস আলমান্নানিয়া আল-ইসলামিয়া’ থেকে ইসলামী আইন শাস্ত্রের উচ্চতর ডিগ্রি অর্জন করেন । ’মাগফিরাতের বিস্ময়কর ঘটনাবলী’ অনুবাদকের প্রথম অনুবাদ । নারীর বেহেশতী সাজ’ প্ৰথম প্রকাশনা। রচনা, সংকলন, সম্পাদনা ও অনুবাদসহ তার বেশ কয়েকটি বই এখন বাজারে । উলুম, দক্ষিণগাঁও, বাসাবো, ঢাকা-১২১৪’-এ খেদমতে নিয়োজিত আছেন ।


শায়খ মুহাম্মাদ সালিহ আল মুনাজ্জিদ

Authors: ,


শায়খ মুহাম্মাদ সালিহ আল মুনাজ্জিদ একজন বিখ্যাত ইসলামী পণ্ডিত এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গত পঁয়ত্রিশ বছর ধরে তিনি সৌদি আরবে ব্যবসা করে আসছেন। পাকিস্তানের গুজরানওয়ালার নিকট একটি গ্রামের তাঁর জন্ম।

তার পরিবার ছিল চারুলিপিকর। তার গ্রামের অনেকেই ক্যালিওগ্রাফী করে জীবিকা নির্বাহ করত। একজন ক্যালিওগ্রাফার হওয়ার কারণে তিনি বুঝতে পারতেন, হাতের লেখার সৌন্দর্য কীভাবে ফুটে ওঠে। ইসলামী মূল্যবােধসম্পন্ন একটি পরিবারে তিনি প্রতিপালিত হন।

শায়খ আবদুল মালিক তাঁর পেশাগত জীবন শুরু করেন ১৯৭৪-রও আগে। ছােট্ট একটি কারখানায় একজন কারণিক হিসেবে। পরিবারের জীবিকাবহনের জন্য দিনরাত কাজ করতেন। ইসলাম ও জাগতিক বিষয়ের সাথে সামঞ্জস্য রক্ষা করে চলার উপযােগী শিক্ষা তিনি পেয়েছিলেন। এই শিক্ষার ফলে জীবনের উন্নতির পথে কয়েকটি চ্যালেঞ্জ শক্তভাবে মুকাবিলা করতে তিনি সক্ষম হন।

১৯৮০ সালে তিনি সৌদি আরব গমন করেন। একটি বিজ্ঞাপন কোম্পানীতে নামমাত্র বেতনে চাকরিতে যােগ দেন। কিন্তু এটা ছিল তাঁর জীবনের সফলতার পথে প্রথম পদক্ষেপ। সামান্য কিছুদিন পরই রিয়াদের শিক্ষামন্ত্রণালয় হতে একটি চাকরির প্রস্তাব পেলেন। জীবনের স্বপ্ন পূরণের জন্য তিনি কঠিনভাবে তার কর্তব্য পালন করে যেতে থাকেন। ফলশ্রুতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যােগ দেওয়ার সুযােগ হল। সেখানে থাকার সুবাদে তিনি বিশ্বের সেরা একটি প্রকাশনা প্রতিষ্ঠান স্থাপন করেন-দারুসসালাম। সেই থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “বিলাসিতা করবেন না আমল করি জীবন গড়ি সিরিজ ১ (Bilasita Korben Na Amol Kori Jibon Gori Series 1)”

Your email address will not be published. Required fields are marked *

Post comment